
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জে পৃথক স্থানে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভকারিদের সাথে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ দশ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ ও মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে ছাত্রলীগের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় স্থানে কমপক্ষে দশজন আহত হয়েছে। তবে আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, কোটা সংস্কার ও ছাত্র সমাজের উপর হামলা ও নিহতদের বিচারের প্রতিবাদ জানিয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র সমাজ। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে কোটা সংস্কার দাবি কারিরা৷ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে ইটপাটকেলর আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল সরকার ও পুলিশের লাঠিচার্জের কমপক্ষে পাঁচজন জন আহত হয়েছে।এসময় ইটপাটকেল নিক্ষেপ করে উত্তর থানায় ভংচুর চালায় কোটা সংস্কার দাবি কারিরা।
এদিকে একই দাবিতে দুপুর ১২ টার দিকে শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকালে ছাত্রলীগের ধাওয়ায় ছত্রবঙ্গ হয়ে পাঁচজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্বরণে গায়েবানা নামাজের প্রস্তুতি নেয় সদর উপজেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মহিউদ্দিন আহম্মেদ। এসময় পুলিশি তাদের ছত্রবঙ্গ করে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে বিনানুমতিতে বিএনপির নেতাকর্মীরা গায়েবানা নামাজের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা নামের ব্যানারে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বর এলাকায় অবস্থান নিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে যানচলাচলে বিঘ্ন ঘটায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা-কাটাকাটি হলে ছাত্র লীগের ধাওয়ায় তারা ছত্রবঙ্গ হয়ে যায়।
লৌহজং-শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার এ এসপি সার্কেল তোফায়েল সরকার বলেন, কোটা সংস্কার দাবি কারিরা পদ্মা সেতু উত্তর থানায় এলাকায় অবস্থান নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টাকালে তাদের বুঝিয়ে সড়ক থেকে নেমে যেতে বললে তারা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমি সহ কয়েকজন আহত হয়েছে।
মন্তব্য করুন