
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জেলা শহরের আদালত মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যতই সামনে অগ্রসর হয় মিছিলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বাড়তে থাকে।
মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।এ সময় তারা কোটা না মেধা,আমার ভাই মরলো কেন? জবাব চাই এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি ধাক্কা মারা ট্রাফিক মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় সরকারি বিপি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সোহানুর রহমান, আল সাবা, মাহবুব হোসেন, আতিকুল ও শাকিলসহ কয়েকজন ছাত্র কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এসময় তারা জানান কোটা বাতিল করা না হলে এবং আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার না করলে আন্দোলন অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন