কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৬:০৬ পিএম

অনলাইন সংস্করণ

ইলিশ ও সামুদ্রিক মাছসহ কাভার্ট ভ্যান ও বাস জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মন মাছ সহ একটি মিনি কাভার্ট ভ্যান ও সুগন্ধা স্পেশাল নামের একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা এগারোটায় শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এসময় মিনি কাভার্ট ভ্যানের চালক সাব্বির হোসেনকে ১০ হাজার ও সুগন্ধা স্পেশাল নামের বাসের চালক রুবেল হুসাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ টিয়াখালী বঙ্গবন্ধু কলোনির অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে চালকদের ছেড়ে দেয়া হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছধরার উপর নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র থেকে মাছ শিকাররত অসাদু জেলেদের কাছ থেকে ক্রয় করে এসব মাছ ঢাকায় পাচার করতে চেয়েছিলো ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। 

মন্তব্য করুন