
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ
সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, গণতান্ত্রিক দেশে সকলেই মত প্রকাশ করতে পারবে। মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে। তবে এ বিষয়টিকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। আইনের দায়বদ্ধতা থেকে কাজ করতে চাই। কেউ যদি এমনটি করতে চাই তাহলে পুলিশ আইনের প্রয়োগ করবে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মিডিয়ায় গুজব প্রচার না করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, প্রকৃত ঘটনাটি প্রচার করুন। কারো পক্ষ গ্রহণ করবেন না। এই ইস্যুতে যাতে সাতক্ষীরায় কোন ধরনের হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছি। আমাদের সহযোগিতা পেলে সেটি সহজ হবে।
মন্তব্য করুন