বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৮:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় কোটা বিক্ষোভে ছাত্রদল ও শিবির, পুলিশের মামলা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে হামলার ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত অনেকের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অভিযান চালিয়ে ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তার দাবি, মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। গ্রেপ্তার তিনজনসহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ তাদেরকে বাধা দিতে যায়। তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মন্তব্য করুন