
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারটা দিকে পাকুন্দিয়া থানার সামনে কিশোরগঞ্জ গাজীপুর আঞ্চলিক মহাসড়কে সংঘর্ষে হামলার ঘটনায় ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এঘটনা এরআগে আন্দোলনকারীরা মিছিল করলে তাদেরকে ধাওয়া করে ছাত্রলীগ।
এছাড়াও কোটা আন্দোলন নিয়ে সকালে পুলেরঘাট উপশহরে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক এলাকায় এঘটনা ঘটে। এলাকায় বিভিন্ন কলেজের আন্দোলনকারীরা ছাত্ররা মিছিল করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হামলার ঘটনায় ৩০ জন আহত।
পুলেরঘাটে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মেতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনীট সদস্যরা শহরে টহল জোরদার করেছে।সূত্র জানায়, শিক্ষার্থী শাটডাউনে পুলিশের মোতায়েন করা হয়েছে। তবে শাটডাউনের মাঠে প্রশাসনের অবস্থান অনেকটাই নিরব।
আন্দোলনকারি শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের ছয় ভাই ইতোমধ্যে শহীদ হয়েছে প্রয়োজনে আমরা আরও রক্ত দেব। কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না।
মন্তব্য করুন