জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৩:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

জয়পুরহাটে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কমপ্লিট শাটডাউনের’ অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জয়পুরহাট জেলা শহরের রামদেও বাজলা স্কুলের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে রাস্তা অবরোধ করে সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আন্দোলন করার একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। আন্দোলন চলাকালীন সড়ক অবরোধের কারণে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং থমথমে হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় আন্দোলরত কিছু শিক্ষার্থী এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়লে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমার অনেক বড়োএকটা আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলন এক পর্যায়ে রাষ্ট্র সংষ্কারের দিকে চলে যাবে। এ দেশ আমরা পুনরায় স্বাধীন করবো। আর নব্য কোন রাজাকারের জন্ম ঘটবেনা। আজকের মতো আমাদের আন্দোলন এখানেই সমাপ্ত করছি এবং আগামী শুক্রবার জুমার নামাজের পর আমরা আবারও পর পরবর্তী কর্মসূচিতে নামবো।

এ ঘটনায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, আমার কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন আন্দোলনকারী কয়েক আমাদের কার্যালয় অভিমুখী হলে আমরা তাদেরকে বলি তোমরা এদিকে না এসে শান্তিপূর্ণবাভে তোমাদের আন্দোলন করো। তখনই অতর্কিতভাবে ওরা এসে আমাদের পার্টি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করলে আমাদের কিছু নেতাকর্মীদের গায়ে এসে লাগে। পরে আমরা জানলাম জামাত, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উস্কানি দিয়ে শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছে। আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করার সময় জনসাধারণের জানমালের নিরাপত্তায় পুলিশ ধৈর্যের সহিত দায়িত্ব পালনরতকালীন কিছু শিক্ষার্থী এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়লে পুলিশের সাতজন আহত হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য করুন