
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি চাকুরীতে কোটা পুনর্বহালের রায় বাতিল, কোটা পদ্ধতি সংস্কার এবং সন্ত্রাসী ও পুলিশি হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কমপ্লিট শাটডাউন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রীরা লাঠিসোটা ও ব্যানার ফ্যাস্টুন নিয়ে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে সমবেত হয় এবং বেলা সাড়ে ১১ টার দিকে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা ঠাকুরগাঁও চৌরাস্তা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা শহরের চৌরাস্তায় অবস্থান নেয়। তারা ঘণ্টাব্যাপী অবস্থানকালে ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’ ইত্যাদি শ্লোগানে মুখর করে রাখে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশাল বহর আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ঘিরে রাখে।
মন্তব্য করুন