
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা- বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড নামক এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বি.আর.টি.সি পরিবহনের সাথে মাদারীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকাল বাস শাহ-ফরিদ (সুজন পরিবহনের) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ-ফরিদ পরিবহনের ৩ জন নিহত হন। ২ বাসের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের জামসের খানের ছেলে মো. জাফর আলী খান (৫৮), মাদারীপুরের সদর উপজেলার ৬নং ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে পান্নু সরদার (৫৫), ও এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি এবং আহতদেরও নাম পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবু জাফর জানান, আমারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। ঘটনাস্থল থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও বি.আর.টি.সি পরিবহনের ড্রাইভার আটকে থাকায় তাকে হাইড্রলিক স্পেডার ও র্যামডান দিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
এবিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে সদরদী এলাকায় বি.আর.টি.সি পরিবহনের সাথে একটি লোকাল (ফরিদপুর-মাদারীপুর) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন নিহত হয়েছেন। নিহত ৩ জনই শাহ ফরিদ পরিবহনের। এছাড়াও বি.আর.টি.সি ড্রাইভার সহ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন। বাস ২টি অপসারণ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এঘটনার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ-খুদা এবং ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ ঘটনাস্থল প্রদর্শন করেন।
মন্তব্য করুন