রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪, ০১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

৬ দিন পর রাজশাহী ষ্টেশন থেকে ট্রেন চলাচল শুরু

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে শাটডাউন কর্মসূচিতে গত ১৮ জুলাই থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৬ দিন বন্ধ থাকার পর রাজশাহী রেলওয়ে ষ্টেশন থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু করে আজ। বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুরের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন ছেড়ে যায়। তবে কোন আন্তঃনগর ট্রেন ছাড়তে দেখা যায়নি।

রাজশাহী রেলওয়ে ষ্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, কারফিউ শিথিলের কারণে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেই রেল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে আজ থেকে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে এবং রাজশাহী থেকে সকালে প্রথম ট্রেন ছেড়ে গেছে।

তিনি বলেন, লোকাল ট্রেন চললেও আন্তঃনগর ট্রেনের ব্যাপারে এখনও সিন্ধান্ত হয়নি তাই আপাতত কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করছেনা।

 

মন্তব্য করুন