জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪, ০৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

বর্তমান পরিস্থিতিতে ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তিতে ক্যাবের ক্যাম্পেইন

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে জয়পুরহাটে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে জয়পুরহাট শহরের নতুনহাট পাইকারী বাজারের কাঁচা সবজি, তেল, মুরগী, মাছ ও মুদি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ ক্যাম্পেইন করেন সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, কোষাধ্যক্ষ তামিম হোসেন, দপ্তর সম্পাদক মুত্তাকিনসহ অন্যান্যরা।

ক্যাম্পেইন শেষে ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি এবং ভোক্তা অধিকার রক্ষায় মাঠে নেমে ক্রেতাদের সচেতন করার চেষ্টা করছি।

মন্তব্য করুন