মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪, ০৯:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

সিরাজদিখানে রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত সাত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত সাতজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় লতব্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাষানচর এলাকায় মানুষের চলাচলের একটি রাস্তা নিয়ে মীর বংশের রুকুল মীর ও বেপারী বংশের আনিছ বেপারী সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষ হয়। এ সময় তিনজন টেটাবিদ্ধসহ আহত হয়েছে সাতজন। টেটাবিদ্ধসহ আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

লতব্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক জানান, অনেক বছর আগ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মীর আর বেপারী বংশের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন টেটাবিদ্ধও হয়েছেন। 

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য এজনকে আটক করা হয়েছে। তিনজন টেটাবিদ্ধের খবর শুনেছি। এখনো মামলা কিংবা কোনো অভিযোগ হয়নি।

 

মন্তব্য করুন