
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া বাজার সংলগ্ন বকুল চাটাই হাউজ দোকান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। এ সময় তার পরনে ছিল নেভি ব্লু প্যান্ট ও হাফ হাতা কালো রঙের গেঞ্জি।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ শাহিন জানান, স্থানীয়রা চাটাইয়ের দোকান ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশে থানাকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন