মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৯:০৪ পিএম

অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অর্ধশতাধিক ফলজ গাছ কর্তন

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ির আঙ্গিনা থেকে অর্ধশতাধিক কলা গাছ ও ফলজ গাছ কেটেছে প্রতিপক্ষ। উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামে কাঞ্চন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কাঞ্চন মিয়া জামালপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।

কাঞ্চন মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে আমার সহধর ছোট ভাই হারুন মিয়ার সাথে গত ২৫ শে জুলাই বৃহস্পতিবার সকালে আমার সীমানায় থাকা আম গাছ থেকে একটি ডাল ছাঁটাই করিতে গেলে হারুন মিয়া, তারেক মিয়া, কাজলী আক্তার, জনি আক্তার, সিমা আক্তার পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করে আমার ও পরিবারের সদস্যদের হামলা চালায় ও বসত ঘরে লুটপাট করে।

এক পর্যায়ে আমাদের চিৎকার শুনিয়া আশে পাশের লোকজন এসে আমি ও আমার স্ত্রীকে উদ্ধার করে  মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে আমরা আতংকে আছি যে কোন সময় আমাদের উপর হামলা চালাতে পারে। স্থানীয় প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে প্রতিপক্ষ হারুন মিয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তার সাথে থাকা মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

জানা যায়, কাঞ্চন মিয়া বাদী হয়ে গত ৩১ মে ২০২৩ তারিখে নরসিংদী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারাঃ দায়ের করেন।

মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন