
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৩:০৩ এ এম
অনলাইন সংস্করণ
১০ জুলাই বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীহাট বাজারে দুই শত পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাজনুন্নাহার মায়ার নেতৃত্বে একটি দল বড়বাড়ি বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।
জব্দকৃত দুই শত পিচ কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য এক লক্ষ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার , মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী মুকুল নাজমুল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্ন করায় জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়ে ফেলা হয়।
মন্তব্য করুন