
প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শনে এসে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় তারা প্রথমে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় সন্তোষ প্রকাশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তবে পরে নিরাপদ হেফাজত কেন্দ্রে প্রবেশের পর ভিন্ন চিত্র দেখতে পান তারা।
হেফাজত কেন্দ্রে অনিয়ম, অপরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার ঘাটতি দেখে দুই উপদেষ্টাই ক্ষোভ প্রকাশ করেন। শারমীন এস মুরশিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রতিমাসে চিকিৎসক দিয়ে হেফাজতিদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং কেন্দ্রের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ, হাটহাজারী উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#
মন্তব্য করুন