লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৭:৩০ পিএম

অনলাইন সংস্করণ

অলন্ত ও টপ্পো এখন অনুর্ধ্ব ১৫ জাতীয় দলে

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ-১৫ একাডেমি কাপে-লালমনিরহাটের বড়বাড়ী কলেজ পাড়া ফুটবল একাডেমির খেলোয়াড় অলন্ত ও টপ্পো সুযোগ পেয়েছে। অনন্ত চন্দ্র দাস ও টপ্পো একাডেমির হয়ে খেলে বিভাগীয় চ্যাম্পিয়ন এবং ফেডারেশনের সেরা প্রতিভাধর ২০০ জন খেলোড়ারের মধ্যে দেশ সেরা ৩০ জনের তালিকায় নিজের স্বাক্ষর রেখেছেন। 

অনন্ত চন্দ্র দাসের বাড়ি কুড়িগ্রাম ও টপ্পোর বাড়ী দিনাজপুরে। তাঁরা দুজনেই কলেজপাড়া ফুটবল একাডেমীর খেলোয়াড়। নিয়মিত ফুটবল প্রাকটিসের মধ্যদিয়ে নিজের প্রতিভাকে আরো বিকশিত করার সুযোগ পেয়ে অনন্ত দাস ও টপ্পো খুবই আনন্দিত। দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা অনন্ত চন্দ্র দাস ও টপ্পো একদিন বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরবে এটাই প্রত্যাশা করেন লালমনিরহাটে বড়বাড়ী কলেজ পাড়া ফুটবল একাডেমি পরিবার। অনন্ত চন্দ্র দাস ও টপ্পো তাঁর সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছে। বড়বাড়ী কলেজ পাড়া ফুটবল

একাডেমির প্রতিষ্টাতা পরিচালক ফিরোজ সিদ্দিকী আপেল বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ-১৫ একাডেমি কাপে আমরা একাডেমির খেলোয়াড় অলন্ত ও টপ্পো সুযোগ পেয়েছে আমি সবচেয়ে বেশি আনন্দিত। তিনি আরো বলেন, আমার একাডেমির খেলোয়াড় অলন্ত ও টপ্পো তাদের প্রতি আমার পজেটিভ দৃষ্টি থাকবে এবং সেই সাথে সব ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

মন্তব্য করুন