
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
চলমান আন্দোলন ঘিরে পরিস্থিতির কারণে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হয় ইন্টারনেট, তবে আজ আরও ধীরগতি । কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যার ফলে এই সার্কিটের যুক্ত গ্রাহকদের আজ সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে সরকার ঢাকার মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনে। প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ গণমাধ্যমকে বলেন, সারাদেশে চারটি ডেটা সেন্টার এবং ৪০টির মতো সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরবি/এস
মন্তব্য করুন