
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী নামের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। তবে এ মামলার এজাহারে কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। এর আগে গত বুধবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার অন্তাহার দক্ষিনপাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিক কায়সার আলীকে মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মম ভাবে হত্যা করে বাড়ির পাশে মসজিদের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত কায়সার আলী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের মৃত গরিবুল্লার ছেলে।
জানা গেছে, দরিদ্র কায়সার আলী স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ করতেন। রাতে মিনহাজুল নামের এক ব্যক্তির মাছচাষ পুকুর পাহারা দিতেন। গত কয়েক দিন যাবত রাতে পুকুর পাহার বন্ধ করে গ্রামের বিভিন্ন স্থানে আম, জাম ও তাল কুড়াতেন। গত বুধবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। কোন এক সময় গ্রামের পাশে আম কুড়ানোর জন্য গেলে দুর্বৃত্তরা মসজিদের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ফেলে যায়। ভোরে মসজিদের মোয়াজ্জেম আব্দুস ছামাদ ফজরের নামাজের আযান দেয়ার জন্য মসজিদে এসে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসি ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। ওই দিন বেলা ১০ টায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঊর্দ্ধতন কর্র্র্তৃপক্ষের নির্দেশে এ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশের কাজ চলছে।
মন্তব্য করুন