বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৪:২৮ পিএম

অনলাইন সংস্করণ

আমতলীতে গাঁজাসহ আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বরগুনার আমতলী থেকে বরিশালের দুই জন গাঁজা ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত দুই ব্যবসায়ীকে জিজ্ঞেসাবাদের জন্য বরগুনা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। 

আটককৃতরা হলেন বরিশাল মহানগরীর রুপাতলী এলাকার মৃত সেকান্দর মোল্লার ছেলে মিলন মোল্লা (৪০) ও তার সহযোগী হিসেবে মৃত আইউব আলীর ছেলে গোলাম রাব্বি (২৫)।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ ৫ জুলাই সকালে আমতলী উপজেলায় বড় ধরনের মাদকের চালান বিক্রি হবে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সহ উপ পুলিশ পরিদর্শক মোঃ ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক মোঃ রুবেল হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান=পরিচালনা করি। অভিযান সকাল সাতটার সময় সন্দেহ ভাজন হিসেবে বরিশাল মহানগরীর রুপাতলী এলাকার মিলন মোল্লা (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বি (২৫) কে হাতেনাতে তাদের সঙ্গে ব্যাগ থেকে দুই কেজি গাঁজা সহ আটক করা হয়। 

তিনি আরো বলেন উদ্ধার করা গাঁজার বাজার মূল্য দেড় লাখ টাকা। গাঁজা সহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

 

মন্তব্য করুন