কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৩:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বহুল আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী, হত্যা, অস্ত্র, অপহরণ’সহ ২১টির অধিক মামলার আসামী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্বদানকারী আরসার অন্যতম মূলহোতা মৌলভী অলি আকিজ’সহ ৫ জন আরসা সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫।

অপর ৪ সহযোগীরা হলেন-এসময় মাস্টার ফয়সেল, হাফেজ মঞ্জুর, মাস্টার সালাম ও মোঃ জুবায়ের। 


আজ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-১৫ অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে আরসার সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদে র‌্যাব অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডে মূল পরিকল্পনা কারীসহ ৫জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১১রাউন্ড কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন