প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মাওনায় প্রতিবাদ সমাবেশ

সদরুল আইনঃ

শ্রীপুর উপজেলা এনসিপির সভাপতি প্রার্থী আবু রায়হান মিসবাহ'র নেতৃত্বে মাওনা চৌরাস্তার উড়ালসেতু সংলগ্ন বিক্ষোভ মিছিল বের হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে।

ইসরায়েলী আগ্রাসন ও লাগাতার বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ থেকে ইসরায়েলের পন্য বর্জনের ডাক দেওয়া হয়।

এ গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাসুদূর রহমান, কেন্দ্রীয় কৃষক দল নেতা মাসুদ রানা, গাজীপুর জেলা শ্রমিক জমিয়ত এর আহবায়ক মুফতি শরিফ মাহমুদ ফারুকী।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর হোসাইন, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাহমুদ, বিএনপি নেতা মজনু ফকির, এনসিপি নেতা শ্রাবণ ইমরান, উজ্জ্বল, জাতীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় নেত্রী আনিকা, মো: হাবিবুল্লাহ, ছাত্র সংসদ নেতা আসাদুল ইসলাম ইমন, আশরাফুল ইসলাম, কাইফাত মোড়ল রিফাত প্রমুখ।

মন্তব্য করুন