
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০৩:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
মেঘনা নদীতে জেলের জালে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছ ঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যবসায়ী। ইলিশটি দেখতে মাছঘাটে লোকজন ভিড় জমায়।
মঙ্গলবার লক্ষ্মীপুরের কমলনগরে রাতে মেঘনা নদী থেকে আবদুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।
পরে তিনি রাত ১১টার দিকে মেঘনা নদীর মতিরহাট মাছ ঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমে সাত হাজার টাকা দাম উঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়।
জেলে আবদুজ্জাহের মাঝি গণমাধ্যমকে জানায়, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে।
তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল উঠানো হয়। এতে বড় ইলিশটি ধরা পড়ে।
পরে মতিরহাট মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক উঠানো হয়।
মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, জাহের মাঝি দাদন নিয়েছে আড়তদারর হান্নান মিয়ার কাছ থেকে। এজন্য সবসময় জাহের তার আড়তেই মাছ বিক্রি করে। গত কয়েকদিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশ চমক ছিল।
এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়া যাওয়ায় দাম বেশি।
মন্তব্য করুন