সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০৬:০৯ পিএম

অনলাইন সংস্করণ

এনজিও কর্মীদের সাথে অসদাচরণের অভিযোগ ইউএনও‘র বিরুদ্ধে

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে এনজিও কর্মীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার বিরুদ্ধে। এনজিও কর্মীদের অভিযোগ, বুধবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা  নির্বাহী অফিসারের স্বাক্ষরিত চিঠিতে সকাল ১০টায় এনজিও সমন্বয় মিটিং ডাকে। ৩১ টি এনজিওকে চিঠি দিয়ে ডাকলে সকাল ৯ টার মধ্যে ৫টি ও সকাল ১০টার মধ্যে  আরও ৫টি এনজিওর কর্মকর্তারা উপস্থিত হন।

পরে ইউএনও হলরুমে প্রবেশ করে উগ্র মেজাজ দেখিয়ে এনজিও কর্মকর্তাদের বলেন, আমি যেমন তেমন ইউএনও না। আপনারা কোন এনজিও আমার কাছে কোন সহযোগিতা পাবেন না। কোন বিষয়ে প্রত্যয়ণ ও পাবেন না। উপস্থিত এনজিও কর্মকর্তাগন কোন কথার সুযোগ না পেয়ে  তার অফিস রুমে গেলে এনজিও কর্মীদের সাথে অসদাচরণ করে।

এব্যাপারে পরিবর্তন এনজিওর পরিচালক আব্দুর রাজ্জাক রাজু বলেন, আমাদের সাথে ইউএনও যে আচরণ করেছেন  তা সভ্য সমাজের জন্য কাম্য নয়। এনজিওর অনেক কর্মীই মিটিংয়ে উপস্থিত হয় নি। সেই জন্য ইউএনও আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কেউ উপস্থিত না হলে তো আমাদের কিছু করার নেই। 

নারী ও শিশু  কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি লুৎফা খাতুন বলেন, আমরা যারা উপস্থিত ছিলাম তাদের সাথে এ ধরনের আচরণ করায় আমরা মর্মাহত। যারা মিটিং এ আসেন নাই তারাই মানসিক চাপ থেকে বিরত আছেন। তিনি একজন সরকারী কর্মকর্তা হয়ে আমাদের সাথে এমন অসদাচরণ করতে পারেন না।

এনডিপির ব্যবস্থাপক মাহফুজ হোসেন বলেন, আমরা মানসিক চাপে আছি। যারা মিটিং এ আসেন নাই তাদের সাথে এ রকম আচরণ করলে মেনে নিতাম। কিন্তু আমরা গিয়ে ই ভুল করছি। তার থেকে আমরা এমন ব্যবহার আশা করি নি।

এ ব্যাপারে এনজিও প্রতিনিধিগন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কাছে গিয়ে  বললে তিনি স্বান্তনা দিয়ে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা বলেন, আমার এখান থেকে আমার সাক্ষরিত চিঠি আছে। এনজিও কর্মীরাই আমার থেকে সাড়ে নয়টায় সমন্বয় মিটিংয়ের জন্য সময় নিয়েছে। কিন্তু তারা এসেছে সাড়ে ১১টায়। আমার কি আর কোনো কাজ নেই। শুধু তাদের সাথে মিটিং করতে হবে। আর আমি তো তাড়াশে নতুন এসেছি। কোন কোন এনজিও কাজ করে, কি কাজ করে, কোথায় কাজ করে এসব তো আমার জানা দরকার। তাই তাদের একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দিতে বলা হয়েছিল। তা তারা করেন নি। তাই তাদের সাথে আর কোনো মিটিং করি নি। তাদের চলে যেতে বলেছি।

মন্তব্য করুন