ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৩:২০ এ এম

অনলাইন সংস্করণ

এমপি আনারের মেয়ে ডরিনকে হত্যার হুমকি

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার পর এবার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন মুমতারিন ফেরদৌস ডরিন।

তার ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, মেয়র আশরাফুল আলম এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেওয়া হয়েছে।

মেসেজে উল্লেখ করেছে, "কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশতো কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।"

তিনি আরো লিখেছেন, আমার বাবার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোন আসামী যেনো বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে সেইটি মমতাময়ী মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করতে চাই। সেই সাথে আইন ও বিচার, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়সহ ডিবির হস্তক্ষেপ কামনা করছি। যারা এ হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কে বা কার অনুসারী এ হুমকি দিয়ে বিচার ও শাস্তি থেকে একপা পিছু হটবো না। 

জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ তিন তিনবার নির্বাচিত এমপি হত্যার ঘটনা শুনেছে। আসামীরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে, আমিসহ পরিবার ডিএনএ টেষ্ট করতে কোলকাতাতে যাবো সেইখানে ইমোর মাধ্যমে হুমকি দিয়ে আমাদের কি বোঝাতে চায় তারা। মোটেও ভয় বা ভীতি বা হারানোর কিছু নেই। সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন তবে দেশের সরকার ও দল এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুজে পাবে আপনি কার বা কোন নেতার অনুসারি। মাননীয় প্রধান মন্ত্রি, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রীসহ সকলের কাছে দ্রুত বাবার বিচার ও আমাদের যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, হুমকির ঘটনা ভুক্তভোগীদের মুখে শুনেছি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই হুমকিদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন