
প্রকাশিত: ৫ মে, ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ জেলা শাখার ডাকে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৫ মে) সকাল থেকে নওগাঁর বদলগাছীতে ২১০ টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে বদলগাছী উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সরদার মো হেদায়েতল্লাহ জানান, নওগাঁ হাসপাতাল মোড় ও দয়ালের মোড়ের দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল দেওয়া হয়েছে। বর্তমানে রাশেদ মেডিকেল স্টোরের মালিক রাশেদ কারাগারে এবং নওগাঁ হাসপাতাল মোড়ের ইনতিয়াজ মেডিকেল স্টোরের মালিক আবুল কালাম পলাতক রয়েছেন।
এরই প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার ডাকে বদলগাছীতে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালন করছি।
তিনি আরো বলেন আমরা ওষুধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, দীর্ঘ ৩৯ বছর পর নতুন ওষুধ এবং কসমেটিক আইন ২০২৩ সংশোধন, যত্রতত্র মুদি দোকানের মতো ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ, ওষুধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার, চিকিৎসক কর্তৃক আনরেজিস্টার্ড পোডাক্টস ও ফুডসাপ্লিমেন্টস প্রেসক্রিপশনে লেখা বন্ধ, ওষুধ পরিদর্শক মো তোফায়েল আহমেদ কর্মকর্তা কে অনতি বিলম্বে বদলি সহ, ফুড সাপ্লিমেন্ট ও আনরেজিস্টার্ড ওষুধ বাজারজাতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই দাবিগুলো মেনে না নেওয়া হলে, আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ব্যবসায়ীরা।
এদিকে একাধিক রোগীর স্বজনরা বিভিন্ন ফার্মেসিতে ওষুধ নিতে গেলে, সকল ফার্মেসি বন্ধ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ.দা) মো কামরুল হাসান সোহাগ বলেন, ওষুধ ব্যবসায়ীরা সকালে অফিসে এসেছিলেন একটি আবেদন দিয়েছে। তাদের দাবি-দাওয়া ঐ আবেদনে লিখা আছে।আমি জেলা প্রশাসক বরাবর ফরোয়ার্ড করেছি। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।
মন্তব্য করুন