
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁওয়ে তালপাতা বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
বুধবার (১২জুন) বিকালে উপজেলার করগাঁও ইউনিয়ন ও বাট্টা এলাকার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম মোল্লা ও বাট্টা এলাকার লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। এরই জের ধরে আজ বিকালে করগাঁও এলাকার লোকজন বাট্টা এলাকার লোকজনের সঙ্গে তালপাতা বিক্রি করাকে কেন্দ্র কের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন।
কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে করগাঁও ও বাট্টা এলাকার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন