কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০২:১৯ এ এম

অনলাইন সংস্করণ

কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদর আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. সোহরাব উদ্দি। 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মঈনুজ্জামান অপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদ, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাথী বেগম, জালালপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, লোহাজুরী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এড. মো. নুরুজ্জামান ইকবাল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এড. সোহরাব উদ্দিন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি কটিয়াদী উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতি  মুক্ত করে শিক্ষারমান উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতিবাজ যদি আমার ভাইও হয় তাকেও ছেড়ে দেওয়া হবে না।  

প্রথম সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে সাংসদ এড. সোহরাব উদ্দিনের সার্বিক সহযোগিতা কমানা করেন। কটিয়াদী উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি কটিয়াদী উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে, একটি আধুনিক উপজেলা গড়ে তুলে, জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন