কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বিএনপি নেতার স্বেচ্ছায় অব্যাহতি

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সকল প্রকার দায়িত্ব ও পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার ২৩ মে বিকালে কমলগঞ্জ উপজেলায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অব্যাহতি নেন। তার এ অব্যাহতি বিএনপি কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি থেকে জেলা-উপজেলা সহ তৃর্ণমূল পর্যায়ে অবগত করার অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর মুন্না রানা জানান,রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সবসময় সাধারণ জনগণের পাশে ছিলেন। অতীতের মত আগামীতে ও সকল কর্মকান্ডে আমি সাধারণ জনগণের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিএনপি’র সকল প্রকার দায়-দায়িত্ব ও পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা জানান, বিএনপি থেকে অব্যাহতি নিলেও, তিনি বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি একজন সমাজকর্মী হিসাবেই থাকতে চান এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।

উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার রাতে নির্বাচনে প্রতিদ্বন্ধী এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সমালোচার মুখে পড়েন বিএনপি’র এ নেতা।

 

মন্তব্য করুন