
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় এক টাকায় ইফতার বিতরণ করা হয়েছে। ‘আমরা কলাপাড়াবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে। মঙ্গলবার প্রথম রোজার দিন বিকাল ৫ টায় পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে
এ ইফতার বিতরন করা হয়। ইফতারের প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও মুড়ি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দিন মজুর ইউসুফ রাঁড়ী বলেন, রোজার প্রথম দিন সারদিন কাজ করার পর যে বাজারে এক টাকায় ইফতার পাবো তা কল্পনা করেননি। তাও আবার সাত ধরনের খাবার। এই দোকান মোগো মতো মানুষের জন্য খুবই উপকার হইছে। এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি অসহায় পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা।
সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুন