
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিনের ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলাপাড়া পৌরশহরের কুমার পট্টি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার ৬ জুলাই রাত ৯টা ১০ মিনিটে নিজ বাস ভবনে স্ত্রীর মৃত্যু হয় এর তিনদিন পর খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক স্বামী সুলতান আহমেদ (৮৮) মঙ্গলবার ৯ জুলাই রাত ২টা ১০ মিনিটে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার যোহর নামাজ বাদ খেপুপাড়া এতিমখানা জামে মসজিদের প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মন্তব্য করুন