ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

কসবায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম আরাফাত ভূঁইয়া (১৯)। আরাফাত কুটি ইউনিয়নের লেশিয়ারা এলাকার মো. মতিন ভূঁইয়ার ছেলে।

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের ৪০নং বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে ৫ জন ম্যাজিস্ট্রেট সহ র‍্যাব, পুলিশ ও স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে।

উল্লেখ্য, স্থগিত হওয়া এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। মোট ১১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর আগে গত ২৮ এপ্রিল এক চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে অপর সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোটগ্রহণ স্বাভাবিক নিয়মে চলে।

মন্তব্য করুন