ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০১:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

কসবায় স্বপন, আখাউড়ায় মনির বিপুল ভোটে বিজয়ী

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

ছাইদুর রহমান স্বপন কাপ-পিরিচ প্রতীকে ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আইনমন্ত্রী আনিসুল হক এম.পি’র ফুফাতো ভাই ও কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক। এছাড়া ছাইদুর রহমান কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাশেদুল কাউসার ভুইয়া জীবন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৯ ভোট।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট।

মন্তব্য করুন