ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৯:৩১ পিএম

অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় ভূমিহীন ও গৃহহীনকে জমি ও ঘর হস্তান্তর

ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পর্যন্ত ৬০২ টি ঘর প্রদান করা হয়েছে। আজ ১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশে ১৮,৫৬৬ টি ঘর উপকারভোগীদের হাতে জমি সহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঠালিয়া উপজেলায় ৫ম পর্যায় ২য় ধাপের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে গণভবন থেকে প্রচারিত দোয়া মোনাজাতে অংশ নেন কাঠালিয়া সমাবেশের অংশগ্রহণকারীরা।

কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপত্বিতে এ ঘর হস্তন্তরের সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার। এছাড়াও ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

 

মন্তব্য করুন