
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির তিনটি উপজেলার মধ্যে কাপ্তাই ও রাজস্থলীতে আওয়ামী লীগ এবং অপর উপজেলা বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তারা হলেন-কাপ্তাইয়ে মো.নাছির উদ্দিন (আওয়ামী যুবলীগ) পেয়েছেন ৭হাজার ৩৬২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম বেবী (আওয়ামী লীগ) পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট ও রাজস্থলীতে উবাচ মারমা (আ. লীগ) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২হাজার ১৮ভোট এবং বিলাইছড়িতে বীরোত্তম তঞ্চঙ্গ্যা (জেএসএস) পেয়েছেন ৬ হাজার ৭০৪ ভোট তার নিকটতম প্রার্থী (আওয়ামী লীগ) অভিলাস তঞ্চঙ্গা পেয়েছেন ৪ হাজার ৮২৯ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ্তাইয়ে সুইপ্রু মারমা ও বিউটি হোসেন (নারী), বিলাইছড়িতে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা (নারী) এবং রাজস্থলীতে (বিনা ভোটে) হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং (নারী)।
মন্তব্য করুন