
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
প্রেমের কবি, সাম্যের কবি তথা বিদ্রোহী কবি ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হচ্ছে। বিদ্রোহী এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় পালিত হবে তিন দিনব্যাপী কর্মসূচি।
শনিবার (২৫ মে) সকালে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে সঙ্গীত, রচনা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লাবাসী।
পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারীনেত্রী পাঁপড়ি বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফাসহ অন্যান্যরা।
এদিকে বিকেলে কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর চর্থায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের বাড়িতে ‘অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল’ শীর্ষক আলোচনা ও কবির জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। সভাপত্বি করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান
মন্তব্য করুন