
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে ঘুমন্ত মা ও নানীর মাঝে ঘুমিয়ে থাকা আড়াই মাসের চুরি হওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বিকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে থেকে চুরি হওয়া শিশু ইসরাফিল শেখের মরদেহ একই এলাকার বিলের মাঝ থেকে পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এর আগে গত সোমবার ১০ জুন রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের নানা বাড়ি থেকে চুরি হয় শিশু ইসরাফিল শেখ।
নিহত শিশু মা রেহেনা খাতুন জানান, সোমবার রাতে খাবারের পর শিশু ইসরাফিলকে নিয়ে তিনি ও তার মা ঘুমাতে যান। তাদের দুজনের মাঝে ইসরাফিল ঘুমিয়ে ছিলো। রাত ১০টার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান ইসরাফিল পাশে নেই। প্রচন্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছিলেন তারা। এসময় তাদের পরিবারের সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। মঙ্গলবার সকালে এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন।
নিহত শিশু কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃষক জিয়াউর রহমান ও গৃহিনী রেহেনা দম্পতির সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, চুরি হওয়া শিশুর মরদেহ বুধবার বিকালে একই এলাকার বিল থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুতই সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন