
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকালে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
এসময় প্রতিবাদ সভায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যাওয়ার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) পৌর এলাকার রিয়াজ উদ্দিন স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
মন্তব্য করুন