খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনা রেঞ্জের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় রেঞ্জের ৮ টি জেলার ৪০ জন ভিডিপি সদস্যাদের ৪২ দিন ব্যাপি “মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ” ১ম ধাপ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। আজ (রোববার) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহ্ আহমদ ফজলে রাব্বী, উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা ও  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোল্যা আবু সাইদ, পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন। দেশ ও বিদেশে কর্মসংস্থান তৈরী হবে এবং নিজেদের দারিদ্রতা দুরিকরণসহ দেশের আত্নসামাজিক উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগীতায় এবং মোল্যা আবু সাইদ পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদেরকে বাহিনীর পক্ষ থেকে একটি সনদপত্র ও বিআরটিসি কর্তৃক লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন