রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০১:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

খুলেছে ব্যাংক, জমার চেয়ে উত্তোলন বেশি

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা তিনদিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস। বাণিজ্যিক ব্যাংকগুলোরও কিছু শাখা খুলেছে আজ। এসব শাখায় বেলা ১১টা থেকে লেনদেন শুরু হয়, যা বেলা ৩টা পর্যন্ত চলবে।

সাধারণ ছুটির সময়ে এটিএম বুথে কাঙ্ক্ষিত সেবা মেলেনি ফলে নগদ টাকায় টান পড়েছে গ্রাহকের। যে কারণে ব্যাংক খোলার সাথেসাথে প্রায় প্রতিটি শাখায় উপচেপড়া ভিড় দেখা গেছে।  টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বুধবার (২৪ জুলাই) রাজধানীর বিভন্ন ব্যাংক শাখাতে দেখা গেছে একই চিত্র।

উল্লেখ্য, বুধবার ব্যাংকের ৫০ শতাংশ শাখা ও বৃহস্পতিবার ৭৫ শতাংশ শাখা খোলা থাকবে। কারফিউ শিথিল থাকার সময়ে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত শাখায় সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করতে হবে। তবে, ব্যাংকগুলো তাদের সুবিধামতো শাখা খোলা রাখার উদ্যোগ নেবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যায়, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলে ১০টা থেকে ৬টা পর্যন্ত।

তবে, টানা বন্ধের পর সীমিত পর্যায়ে ব্যাংকিং শুরু হলেও সব শাখায় গ্রাহকের একই ভিড় লক্ষ্য করা যায়নি।

বাংলাদেশ ব্যাংক তথ্য মতে, সীমিত ব্যাংকিং সুবিধা বলতে মৌলিক ব্যাংকিং, অর্থাৎ টাকা জমা ও উত্তোলনের সুবিধাকে ইঙ্গিত করা হয়েছে। ঋণপত্র, পে-অর্ডার, হিসাব খোলাসহ অন্যান্য সেবা এ সময়ে মিলবে না। ব্যাংকগুলোকে শুধু মৌলিক সেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অফিসে আনার উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরবি/এস 

মন্তব্য করুন