গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ১০:০৫ পিএম

অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে শহীদ বীরসা মুন্ডার ১২৪তম আত্মত্যাগ দিবস

ছবি: রূপালী বাংলাদেশ

“উলগুলানের শেষ নাই, বীরসা ভগবানের মরণ নাই” এই শ্লোগানকে সামনে রেখে গোদাগাড়ীতে শহীদ বীরসা মুন্ডার ১২৪তম আত্মত্যাগ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (৯ জুন) রক্ষাগোলা সমন্বয় কমিটি ও সিসিবিভিও'র আয়োজনে, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের অংশগ্রহণে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতায় গোদাগাড়ীর কাকনহাটে শহীদ বীরসা মুন্ডার ১২৪ তম আত্মত্যাগ দিবস অনুষ্ঠিত হয়। কাকনহাট পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণ অভিমুখী র‌্যালীর মাধ্যমে শহীদ বীরসা মুন্ডা আত্মত্যাগ দিবসের কার্যক্রম শুরু হয়।

র‌্যালী শেষে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ ও সিসিবিভিও কর্মীবৃন্দ শহীদ বীরসা মুন্ডার বৃটিশ বিরোধী আন্দোলন ও তার আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণ পরবর্তী সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা।

সভায় বক্তব্য রাখেন সিসিবিভিও’র উর্দ্ধতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক, উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুধীর সরেন ও সিষ্টি বারে, বটতলি রক্ষাগোলা সংগঠনের মোড়ল জগৎ মুরারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিসিবিভিও’র পরীবিক্ষণ ও আইটি কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন, মাঠ কর্মকর্তা পৌল টুডু ও সমাজ সংগঠকবৃন্দ।

মন্তব্য করুন