
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, মনির হোসেন মিয়া বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোঃ মনির হোসেন মিয়া কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৪শত ৪৩ তার নিকটতম প্রতিদ্বন্ধী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান পেয়েছেন ৩৬হাজার ৯শত ২৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফরাহাদ হোসেন মুন্সী টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৪৮হাজার ৪শত ৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জামাল গোমস্তা মাইক প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৩শত ১৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট সাহিদা আক্তার হাস প্রতীকে ভোট পেয়েছেন ৩০হাজার ৬শত ১৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী শিব্রা রানী বিশ্বাস ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২৩হাজার ৭শত ৮৭ ভোট।
মন্তব্য করুন