
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ১২:১৫ এ এম
অনলাইন সংস্করণ
রাতের আধারে কৃষকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের বিভিন্ন প্রজাতীর প্রায় ৪০ মন মাছ মরে ভেসে উঠেছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক শিপন বয়াতী জানান, প্রায় চারশ’ শতক জমির ওপর ঘের তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করি। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এতে কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন