
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ
আজ (মঙ্গলবার) পিপিপি’র সিদ্ধান্ত বাতিল করে খুলনায় বিমান বন্দর নির্মাণ ও পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’রপক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, খুলনা মোঃ ইউসুপ আলী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দূর দৃষ্টিসম্পন্ন ও দৃঢ় নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতি এবং সামাজিক নানা সূচকে বাংলাদেশ এখন বিশে^ উল্লেখযোগ্য নাম। নানা প্রতিবন্ধকতা স্বত্ত্বেও বাংলাদেশের মানুষের অদম্য আকাংখা, প্রাণশক্তি আর ঘামঝরানো পরিশ্রমের কারণে বিশে^ উন্নয়নের বিস্ময় এখন বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং সমৃদ্ধ ও উন্নত দেশের অভিযাত্রায় খুলনাঞ্চল এখন শক্তিশালী অভিযাত্রী। এ অভিযাত্রায় খুলনা আগামীতে উন্নত বাংলাদেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যদি খুলনার সম্ভাবনা গুলোকে যথাযথ ভাবে কাজে লাগানো যায়। তবে খুলনা প্রাকৃতিক এবং ভূরাজ নৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে সড়ক, রেল, নৌ এবং সমুদ্রপথে ভারত, নেপাল, ভুটানের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। একারণে খুলনায় বিমান বন্দর নির্মাণ করা অপরিহার্য। খুলনার আপামর জনসাধারণের র্দীঘ দিনের দাবী বিমান বন্দরটি বাস্ত বায়ন না হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত দুঃখ জনক।
প্রকল্পটি বাস্তবায়ন না হলে ইতিপূর্বে অধিগ্রহণ করা ১৯৪ হেক্টর জমি এবং উন্নয়ন বাবদ ব্যয় হওয়া বিপুল অংকের অর্থের অপচয় হবে। অধিগ্রহণ করা এই জমি অনাবাদি ও অব্যবহৃত থাকবে। একারণে বিমান বন্দরটি যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখানে মোংলা সমুদ্র বন্দর, ইপিজেড ও সুন্দরবন অবস্থিত, যে কারণে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো বিমান বন্দরটি নির্মাণ হওয়া অত্যন্ত জরুরী।
স্মারক লিপিতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনার ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সহ বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারই ধারাবাহিকতায় খুলনায় একটি বিমান বন্দও নির্মাণেরি সদ্ধান্ত ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। উক্ত বিমান বন্দরটি নির্মাণে পিপিপি’র সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে সরকারি অর্থায়নে রাজস্ব খাতে বাজেটে অর্থ বরাদ্দের মাধ্যমে আগামী ২০২৫ সালে ব্যবহার উপযোগী করার জোর দাবি জানান হয় । একই সাথে খুলনায় শিল্প-কলকারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ করার দাবি করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান, সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সংগঠনের সহ সভাপতি নিজাম উর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, সংগঠনের যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, মহিলা সম্পাদক রসু আক্তার, নারী নেত্রী সিলভি হারুন, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, অধ্যাপক আজম খান, নির্বাহী সদস্য মোঃ সফিকুর রহমান, খন্দকার মোসাদ্দেক বারী, মোস্তফা শরিফুল ইসলাম ও প্রমিতি দফাদার প্রমুখ।
মন্তব্য করুন