
প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালী রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২'শত ৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন