
প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের মানুষের জীবনযাত্রা। রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে দুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এছাড়া বন্যার পানিতে পুরো এলাকা প্লাবিত হওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পানিতে ঘরের আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের কাঁচা মেঝের ঘর ধসে পড়েছে। এছাড়া অনেকের ঘরের উপর গাছ পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলার সকল পুকুরের মাছ ভেসে গেছে।
বন্যার পানিতে সবজি ক্ষেত প্লাবিত হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সাধারণ কৃষকেরা। উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও, এখনো নিম্ন এলাকাগুলো রয়েছে পানির নিচে। এছাড়া রোববার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ভেঙে পড়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানান বিগত দিনগুলোতে অনেক বন্যা ও ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থাকলেও, এত দীর্ঘমেয়াদী সময় ধরে ঝড় তারা আগে কখনো দেখেননি। এ বছরেই তারা সর্বোচ্চ উচ্চতার বন্যা দেখেছেন।
গত রোববার থেকে পিরোজপুরে ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয় যা সোমবার রাত পর্যন্ত একটানা চলতে থাকে। ফলে বন্যা বৃষ্টির সাথে ঝড় হওয়ায় দ্রুতই বেড়েছে পানির চাপ।
মন্তব্য করুন