
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পূন: নির্মান ও মেরামতের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলাওয়ারী প্রদত্ত সহায়তা বিতরণের সঠিক উপকারভোগী বাছাই সংক্রান্ত প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা প্রশাসনের পায়রা সভাকক্ষে প্রস্তুুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক ৬’শ ৬৮ জন ক্ষতিগ্রস্তদের বাছাই করে জনপ্রতি ১ বান ঢেউটিন ৫ হাজার টাকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়াম্যান অধ্যাপক ইউসুফ আলী, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাদা পারভেজ টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমাযুন কবির। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন