সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ১১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

চালবাহী ট্রাকে অভিযান চালিয়ে পাওয়া গেল বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে একটি চালবাহী ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। 

আজ বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার ৪শ ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব ১২।  এসময় তাদের থেকে ৩টি মোবাইল,৫টি সিম কার্ড,নগদ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। 

আটককৃতরা জয়পুরহাটের পাঁচবিবি থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ শাহিন (২৭) ও একই এলাকার মোঃ হারেজ উদ্দিনের ছেলে মোঃ মেহেদি হাসান (২১)।

আজ সন্ধায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মোঃ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে  একটি চালভর্তি ট্রাক থেকে ৩হাজার ৪শ ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

মন্তব্য করুন