পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৯:৫০ পিএম

অনলাইন সংস্করণ

ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরা হল না শেফালী বেগমের

ছবি: রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে ছেলের মোটরসাইকেলে চেপে বসে বাড়ি ফেরা হোলনা শেফালী বেগমের। পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ নামক এলাকায় ট্রাক চাপায় এই মর্মান্তিক মৃত্যু হয়েছে শেফালী বেগম (৫০) নামে এক মহিলার। মঙ্গলবার দুপুরে ভাউলাগঞ্জ বাজারের শ্যামলী কাউন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শেফালী বেগম মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসের স্ত্রী ছিলেন। শেফালী বেগমের মৃত্যুতে শোকের মাতম চলছে তার পরিবারে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাউলাগঞ্জ বাজার থেকে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শেফালী বেগম।

বাড়ি ফেরার পথে বাজারে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কের উপড় ছিটকে পড়েন মা ও ছেলে। এসময় দেবিগঞ্জ থেকে ভাউলাগঞ্জ গামী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি। এ বিষয়ে দেবিগঞ্জ থানার ওসি ইফতেখারুল মোকাদ্দেম ট্রাক চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

মন্তব্য করুন