সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০৪:৫২ পিএম

অনলাইন সংস্করণ

জলদস্যুদের কাছে জিম্মি সিরাজগঞ্জের নাজমুল

ছবি: রূপালী বাংলাদেশ

সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহয় ২৩ নাবিকের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামের মোঃ নাজমুল হক। 

মোঃ নাজমুল হক এমভি আবদুল্লাহ জাহাজের সাধারণ নাবিক হিসেবে কর্মরত আছেন। 

গেল মঙ্গলবার (১২ মার্চ) সর্বশেষ পরিবারের সাথে মুঠোফোনে কথা হয় নাজমুলের। তারপর আর কোনো যোগাযোগ করতে পারেন নি বলে জানান নাজমুলের পরিবার। এঘটনার পর থেকেই নাজমুলের পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। 

নাবিক নাজমুলের মা নারগিস বেগম অস্রুশিক্ত হয়ে বলেন, মঙ্গলবার রাতে আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলে মা আমরা জলদস্যুদের কবলে পড়েছি। আমাদের সবকিছু নিয়ে নিয়েছে। আর হয়তো কথা বলতে পারবো না। এটাই শেষ কথা। মা তুমি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া কইরো।

আমার একটা মাত্র ছেলে। আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন আপনারা। আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দেন। 

নাজমুলের বাবা আবু সামা শেখ বলেন, আমার একটা মাত্র ছেলে। আমার সংসারই চলে আমার ছেলের উপার্জনে। আমার ছেলের কিছু হলে আমাদের পথে বসতে হবে। তাই সরকারের কাছে অনুরোধ জাহাজে আটকে আটকে পড়া আমার ছেলে সহ সবাইকে ফিরিয়ে আনা হয়।

নাজমুল ২০১৭ সালে এসএসসি ও ২০১৯ সালে এইচএসসি পরিক্ষা দিয়ে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজে ভর্তি হন। তারপরই মাত্র ২০ বছর বয়সে জাহাজের ক্রু হিসেবে যোগদান করে সংসারের হাল ধরেন নাজমুল। দুই ভাই বোনের মধ্যে নাজমুলই বড়। চাকুরী করে ছোট বোনকে বিয়ে দিয়েছেন তিনি। সন্তান জিম্মি হওয়ার সংবাদে হতাশা উৎকন্ঠায় দিন কাটছে নাজমুলের পরিবারের।

সোমালিয়ায় জলদস্যুর হাতে জিম্মি নাজমুলসহ জাহাজে থাকা ২৩ জন নাবিকদের ফিরিয়ে আনার দাবি নাজমুলের পরিবার ও এলাকাবাসীর।

মন্তব্য করুন